ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

পুলিশের দ্বারস্থ অভিনেতা সোহম

অভিনয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। এরই মধ্যে পুলিশের দ্বারস্থ হলেন এই অভিনেতা। তবে রাজনৈতিক কোনো কারণে নয়, বরং এ অভিনেতার ফেসবুক পেজ হ্যাক হওয়ার কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।


ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে সোহমের ফেসবুক পেজ হ্যাক হয়। অভিযোগপত্রে সোহম জানিয়েছেন, গত ৯ ফেব্রুয়ারি বিভিন্ন লোকেশন থেকে আইওএস ডিভাইসের মাধ্যমে তার ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা চলে। সোহমের ফলোয়ার সংখ্যা ৯ লাখ থেকে দুই লাখে নেমেছে। তাছাড়া গত ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সোহমের যাবতীয় পোস্ট ডিলিট করা হয়েছে।


কলকাতার বেহালা থানা এবং লালবাজার থানায় এই অভিযোগ করেছেন সোহম। বিষয়টি উল্লেখ করে সোহম বলেন—যে বা যারা এই কাজ করেছে তাদেরকে বলছি, ভাই চেষ্টা করো অনেক রকমভাবে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি থেমে যাব না। অপরাধীদের ধরার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ। শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ এই সময়ে আপনারা আমার পাশে থাকবেন।

ads

Our Facebook Page